এই দিবসের আওতায় ১৮ বছর উপরে সকল নাগরিককে তৃতীয় ডোস বা বুস্টার ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ প্রদান করা হয়। বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ (টিকা কার্ড) প্রদর্শন সাপেক্ষে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোন কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান কেন্দ্র হতে টিকা গ্রহিতা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা প্রদান করা হবে। সকাল ৯ টা থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। ১ম ডোজ ও ২য় ডোজের টিকা প্রদান কার্যক্রম নিয়মিত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস