আপনি জরুরি বিভাগের সেবা নিতে চাইলে হাসপাতালের নিচ তলায় জরুরি বিভাগের ১০১ নাম্বার কক্ষ থেকে সরকারি ফি জমা দিয়ে টিকেট কাটতে হবে
আপনি বহির্বিভাগের সেবা নিতে চাইলে শনিবার থেকে বৃহস্পতিবার হাসপাতালের নিচ তলায় অবস্থিত বহির্বিভাগ টিকেট কাউন্টার থেকে সরকারি ফি জমা দিয়ে টিকেট কাটতে হবে। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা কাউন্টারে ব্যবস্থা আছে।
বহির্বিভাগ টিকিট কাউন্টারের ঠিক মাঝ বরাবর অবস্থিত বহির্বিভাগ ফার্মেসি থেকে সরকারি সরবরাহকৃত ঔষধ পাবেন।
জরুরী বিভাগ অথবা বহির্বিভাগের চিকিৎসক আপনাকে প্রয়োজনে ভর্তি দিলে জরুরি বিভাগের ১০১ নম্বর কক্ষ থেকে সরকারি ফি জমা দিয়ে অন্তঃবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন।
সরকারি নির্দিষ্ট ফি জমা দিয়ে প্যাথলজি, ইসিজি, এক্সরে, আলট্রাসনোগ্রাফি ও রক্ত পরিসঞ্চালন সেবা গ্রহণ করতে পারবেন।