Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Impossible achievement
Image
Attachments
অত্র হাসপাতালের গাইনী ও প্রসুতি বিভাগ আজ এক অসাধ্য সাধন করেছে। গাইনী ও প্রসুতি বিভাগের অপারেশন থিয়েটারে আজ দুইটি ঝুঁকিপূর্ণ ও জটিল অপারেশন করা হয়েছে।
 
১. প্লাসেন্টা অ্যাক্রেটা (৩য় সিজার)
২. Raptured Ectopic pregnancy(আগের ২ টা সিজার)

আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আমাদের চৌকস চিকিৎসক দল এই  অসাধ্য সাধন করেছে। 
 
সার্জনঃ ডাঃ শরীফ মাসুমা ইসমত, সিনিয়ার কনসালট্যান্ট (গাইনী এন্ড অবস), ডাঃ আইরিন হক, জুনিয়ার কনসালট্যান্ট (গাইনী এন্ড অবস)
সহযোগী সার্জনঃ ডাঃ মাহফিদা আক্তার, ডাঃ জিনান রেজা, ডাঃ শারমীন আক্তার সুমি, ডাঃ লুৎফুরনাহার।
 
এনেস্থেওলজিস্টঃ ডাঃ শাহিনাজ জাহান, সিনিয়ার কনসালট্যান্ট
সহযোগী এনেস্থেওলজিস্টঃ ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম, ডাঃ শামীম, ডাঃ খোকন দেবনাথ, ডাঃ তৌহিদ আহমেদ, ডাঃ নুরুল আমিন পিয়াল। 

ধন্যবাদ সকল চিকিৎসক, সেবিকা ও স্টাফদের এই যুদ্ধ জয়ে।

ছবি কার্টেসি: ডাঃ আরিফ