Title
Back from death by poisonous snake bite
Attachments
জরিনা বেগম, বয়স ৪০, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গাড়গাবাড়ি গ্রামের বাসিন্দা। গতকাল ৮ই আগস্ট সকাল আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় গবাদি পশু নিয়ে মাঠে যান। এই সময় আকস্মিকভাবে তিনি পায়ে যন্ত্রণা অনুভব করেন এবং রক্তক্ষরণ দেখতে পান। তবে কোন সাপ দেখতে পাননি সেজন্য সাধারণ কোন আঘাত চিন্তা করে তিনি প্রথমে সকাল ৮টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঘাত পর্যবেক্ষণ করেন এবং বিষাক্ত সাপের কামড় মনে হওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন। কিন্তু বিভিন্ন কারণে তিনি হাসপাতালে আসতে দেরি করেন এবং আনুমানিক বিকাল ৩টায় তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্তব্যরত নার্সিং কর্মকর্তা অত্র হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ মারুফ হোসেনকে ফোনে জানান। ডাঃ মারুফ হোসেন তাৎক্ষণিক হাসপাতালে আসেন এবং রোগীকে পর্যবেক্ষণ করে দেখেন যে রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। সাপের বিষের বিষক্রিয়ায় তাহার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল যা তাকে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত করছিল। আমাদের চিকিৎসক ও তার সহযোগী নার্স অত্যন্ত সাহসিকতার সাথে ভর্তি হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে এন্টিভেনাম দেওয়া শুরু করেন কিন্তু রোগীর পরিস্থিতি যথেষ্ট উন্নতি না হওয়ায় আবারও এন্টিভেনাম দেওয়া হয়। এরপর রোগী তার জ্ঞান ফিরে পান এবং তাহার সকল সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকে। বর্তমানে রোগী চিকিৎসাধীন আছে এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যার ডাঃ মারুফ হোসেন এবং তার টিমকে অসীম সাহসিকতা এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভিডিও কার্টেসিঃ ডাঃ মারুফ হোসেন।
বিশেষ দ্রষ্টব্যঃ অত্র হাসপাতালে যথেষ্ট পরিমাণ এনটিভেনামের মজুদ রয়েছে।